ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বিশ্ব ইজতেমায় একসাথে ৪০ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত হয়েছে। গাজীপুর ও আশপাশের জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা এ জামাতে অংশ নেন। আজকের জামাতে ৪০ লাখ মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।  


শুক্রবার দুপুর ১টায় জুমার নামাজের আজান হয়। ১টা ৩৬ মিনিটে খুৎবা শুরু হয়। ১টা ৪৬ মিনিটে নামাজ পড়ানো শুরু করেন মাওলানা জুবায়ের। ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাপিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপড়া রোড, তুরাগ নদীর দুই পার, উত্তরা, ময়দান সংলগ্ন বিভিন্ন বাসার ছাদসহ আশপাশের বিভিন্ন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় মুসল্লি দিয়ে। দেশের লাখ লাখ মুসল্লি ছাড়াও ৪৭টি দেশ থেকে আসা ২ হাজারের বেশি মুসল্লি অংশ নেন নামাজে। নামাজ শেষে ইজতেমায় আসা মুসল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা পায়ে হেঁটে ময়দান থেকে চলে যান৷ অতিরিক্ত মানুষের ফলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় পুরো এলাকায়। ইজতেমা ময়দানের আশপাশে কিছু জায়গায় নারীদেরও নামাজ পড়তে দেখা যায়। 


আসরের নামাজের পর বয়ান করছেন মাওলানা যুবায়ের। মাগরিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন। 

ads

Our Facebook Page